রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় ‘প্রেমিকের’ হাত ধরে ঘর ছেড়েছে এক কিশোরী। একই এলাকা থেকে ৫ দিন ধরে নিখোঁজ এক তরুণী। তারা হলেন- ওয়েসরা গাজী ওরফে কাশফিয়া (১৭) ও নুরজাহান আক্তার কান্তা (২২)।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান। তিনি জানিয়েছেন, নিখোঁজ দুজন তাদের নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। কিশোরীর পরিবার বলেছে, তাদের মেয়ে কথিত প্রেমিকের হাত ধরে চলে গেছে। ঘটনার দিনই পরিবারের পক্ষ থেকে কথিত প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। আর নিখোঁজ তরুণীর পরিবারও ঘটনার দিনই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
থানা সূত্র জানায়, গত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ওয়েসরা গাজী ওরফে কাশফিয়া নামের কিশোরী বাসা থেকে বের হয়ে প্রেমিকের সঙ্গে চলে যান। তার গায়ের রং ফর্সা, মাথার চুল লম্বা ও উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল কামিজ, স্কাই ব্লু জিন্স প্যান্ট ও জিন্স জ্যাকেট।
এ ঘটনায় প্রথমে কিশোরীর মা দক্ষিণখান থানায় জিডি করলেও পরবর্তীতে কথিত প্রেমিকের বিরুদ্ধে মামলা করেন।
জিডি সূত্রে জানা যায়, কাশফিয়া গত ১৩ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে দক্ষিণখান থানার আজমপুর এলাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। একপর্যায়ে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ করে।
কাশফিয়া নিখোঁজের মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত সাহা সংবাদমাধ্যমকে বলেন, নিখোঁজ কিশোরী আগেও একবার প্রেমের সম্পর্কের সূত্রে ধরে বাসা থেকে চলে গিয়েছিল এক যুবকের সঙ্গে। তখন জিডির মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়েছিল। এবারও পরিবার দাবি করছে, দক্ষিণখান এলাকার খান টাওয়ার এলাকার সন্দেহভাজন যুবক তাদের মেয়েকে নিয়ে গেছে। এ বিষয়ে আমাদের থানা পুলিশ কাজ করছে।
এদিকে, গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর একই এলাকা থেকে নুরজাহান আক্তার কান্তা নিখোঁজ হন। তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার ও উচ্চতা ৫ ফুট। নিখোঁজের সময় তার পরনে ছিল সালোয়ার কামিজ। এ ঘটনায় তরুণীর বাবা দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এই সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র কর্মকার সংবাদমাধ্যমকেবলেন, দক্ষিণখান এলাকার এ তরুণী গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণখান থানার ৩৬৬/৩ চালাবনের নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। একপর্যায়ে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ করেন। পরে থানায় জিডি করা হয়। এ বিষয়ে কাজ চলছে।
‘নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ চলছে। আশা করি, শিগগির তাদের উদ্ধার করা যাবে। এ ঘটনায় কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে’,- সংবাদমাধ্যমকে বলেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ