গাজীপুরের টঙ্গী ৪৩নং ওয়ার্ড পাগাড় ঝিনু মার্কেট এলাকায় সাদেক আহম্মেদ নামে এক ব্যক্তির টিনসেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকালে ওই বাড়ির একটি রুমে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় লোকজন। ততক্ষণে রুমে থাকা ৯ বছরের এক শিশু অগ্নিদগ্ধে মারা যায়। তার নাম আব্দুর রহমান (৯)। সে একটি মাদ্রাসার ছাত্র।
জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে তিনটায় দিনমজুর বাবা মা’র একমাত্র সন্তান আব্দুর রহমান ওই টিনসেড বাড়ির একটি রুমে ঘুমাচ্ছিল। এসময় হঠাৎ সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে রুমের মালামাল পুড়ে ভস্মিভূত হয় এবং রুমে থাকা ওই শিশুটি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পরে ওই ঘর থেকে আগুনে পুড়ে যাওয়া একটি শিশুর মরদেহ উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ এর সাথে যোগাযোগ করলে অগ্নিকান্ডের ঘটনায় শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চত করেন। নিহত আব্দুর রহমান ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে। ছেলেটির বাবা মা উভয়ে পোশাক কারখানায় চাকরিজীবী।
বিডি প্রতিদিন/হিমেল