রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের নাম ইমদাদুল হক মিলন (২৬)। তার গ্রামের বাড়ি বগুড়া। তিনি রাজধানীতে বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন।
প্রতক্ষ্যদর্শীদের বরাতে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন সংবাদমাধ্যমকে জানান, ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
‘খবর পেয়ে আইডিবি ভবনের সামনে গিয়ে দেখতে পাই, রাস্তায় এক মোটরসাইকেল আরোহী পড়ে আছেন। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, আমরা সিসি ফুটেজ দেখে ওই গাড়ি শনাক্তের চেষ্টা করছি। বিস্তারিত পেলে পরে জানানো হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ