উত্তরা সার্বজনীন পূজা কমিটির ২০২২-২৩ মেয়াদে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ মার্চ শুক্রবার উত্তরা ক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের এমপি আলহাজ্ব হাবিব হাসান। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের এমপি শ্রী পংকজ নাথ, মহানগর সার্বজনিন পূজা কমিটির প্রাক্তন সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার, উত্তরা সার্বজনীন পূজা কমিটির প্রাক্তন সভাপতি শ্রী উত্তম কুমার সাহা, শ্যামলী পরিবহনের কর্নধর শ্রী রমেশ চন্দ্র ঘোষসহ বিভিন্ন পূজা কমিটির নেতৃবন্দ।
এছাড়া আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী কার্তিক সেন। সার্বিক তত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক শ্রী ননী গোপাল ঘোষ।অতিথিগণের বক্তব্য শেষে নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। শপথ পড়ান জয়ন্ত সেন দীপু। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল