টঙ্গীতে সড়ক ও মহাসড়কে কমছে না অটো আর ইজিবাইকের রাজত্ব। এসব বন্ধে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা তোয়াক্কা করছেন না কেউ। ফলে সড়ক ও মহাসড়কে এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে। তৈরী হচ্ছে যানজটের। বাড়ছে জনদুর্ভোগ। আবার সড়কের গুরুত্বপূর্ণ স্থান দখল করে গড়ে উঠেছে অটো স্ট্যান্ড। বর্তমানে এসব গাড়ির কারণে অতিষ্ঠ জনজীবন। এসব গাড়ির বেপরোয়া ভাবে চলাচলের কারণে অনেকের দিতে হয় প্রাণ।
সরেজমিন ঘুরে দেখা যায় সড়ক, মহাসড়ক ও শাখা সড়কে অটো, ইজিবাইক এর রাজত্ব। সড়কের দিকে তাকালে পুরোটাই তাদের দখলে। একদিকে এসব গাড়ির গতি বেগ কম থাকা এবং যেখানে সেখানে থেমে যাত্রী উঠা নামার ফলে যানজটের তীব্রতা বাড়তেই থাকে। অপরদিকে গুরুত্বপূর্ণ স্থানে স্ট্যান্ড বসিয়ে চলছে তাদের রাজত্ব। প্রতিটি স্ট্যান্ড নিয়ন্ত্রকারীদের প্রতিদিন চাঁদা দিয়েই চলছে তাদের কার্যক্রম।
উল্লেখযোগ্য কয়েকটি স্ট্যান্ড এর মধ্যে টঙ্গী পূর্ব থানা গেইট, স্টেশনরোড, টঙ্গী সরকারি হাসপাতাল ফটকে ইজিবাইক স্ট্যান্ড ও সিএনজি স্টান্ড, চেরাগআলী বেক্সিমকো রোডে ইজিবাইক স্ট্যান্ড, কলেজ গেট অটো ও ইজিবাইক স্ট্যান্ড। এরফলে সড়কের মূল ফটক দিয়ে গাড়ি নিয়ে ঢুকতে কিংবা চলাচল করতে গিয়ে চরম বেগ পেতে হচ্ছে। এমননি এই অটো অনেকের প্রাণও কেড়ে নিয়েছে বিভিন্ন সময়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় এসব গুরুত্বপূর্ণ সড়ক দখল করে অটো ও টেম্পু চালকরা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এমনকি প্রতিটি স্ট্যান্ড থেকে আদায়কৃত চাঁদার টাকা কৌশলে চলে যাচ্ছে প্রশাসনের পকেটে।
এ ব্যাপারে টঙ্গী জোনের ট্রাফিক দক্ষিণ এর সহকারী পুলিশ কমিশনার মো: ফয়জুল ইসলাম বলেন, আমরা এসব রোধে প্রতিদিন গাড়ির সিট ও গাড়ি ডাম্পিং করছি, এছাড়া সড়ক ও মহাসড়কে যানজট রোধে শাখা সড়কের গলিতে রাখার চেষ্টা করছি। অনেকে শুনছে আবার অনেকেই শুনছেন না। তবে এসব গাড়ি উৎপাদন বন্ধ না করলে এর তীব্রতা বাড়বেই।
বিডি প্রতিদিন/হিমেল