ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘এ ঢাকা আমাদের অতি আদরের ঢাকা। এ ঢাকায় আমরা থাকি, জীবিকা নির্বাহ করি। সবাই মিলে সুন্দর ঢাকা গড়ার প্রতিশ্রুতি নিতে হবে।’
শনিবার (১২ মার্চ) রাজধানীর গুলশান দুইয়ের ডিএনসিসি মার্কেট প্রাঙ্গণে গুলশান থানা আওয়ামী লীগের আওতাধীন ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ ও শবনম জাহান শিলা।
আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের উন্নয়ন আজ সমগ্র বিশ্বে প্রশংসনীয়।’
মেয়র বলেন, ‘স্থানীয় জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় আমরা অবৈধভাবে দখলে থাকা খালগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ