রাজধানীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তার নাম সামিনুর রহমান ক্বারী। শনিবার দিবাগত রাতে নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
নিহত সামিনুর রহমান ক্বারী জামালপুর জেলার বকশিগঞ্জ থানার পূর্ব কামালের বাড়ি গ্রামের সোনাহার আলীর ছেলে। তিনি রাজধানীর কামরাঙ্গীরচরের বাগানবাড়ির ৩ নম্বর গলির একটি বাসায় ভাড়া থাকতেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইউম সংবাদমাধ্যমকে বলেন, এ ঘটনায় সিএনজি অটোরিকশাটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাত ৩টার দিকে এলিফ্যান্ট রোডের মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় একটি সিএনজিচালিত অটোরিকশা। এতে রিকশার চালক সামিনুর রহমান ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ