ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে দুর্ঘটনার শিকার বেপরোয়া ট্রাকে আধা ঘণ্টা আটকে ছিলেন আহত হেলপার। তার নাম মো. রুস্তম আলী। পরে তাকে উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা।
এর আগে আজ রবিবার বেলা ১১টার দিকে কুমিল্লা মুখী বেপরোয়া ওই ট্রাকটি পেছন দিক থেকে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। তখন ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপার রুস্তম আলী আহত হয়ে ট্রাকের ভেতরে আটকে যান।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা ট্রাকের ভেতর থেকে ট্রাকের হেলপার রুস্তম আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ করিম খান জানান, কুমিল্লমুখী ট্রাকটি একটি বাসকে পেছনে দিকে সজোরে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ট্রাকের ভেতর থেকে ট্রাকের হেলপার রুস্তম আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ