বরিশালের কীর্তনখোলা নদীতে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। দ্রুতগামী নৌযান এমভি গ্রীনলাইন-৩ এর ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। তবে এতে কোনো হতাহত কিংবা নিখোঁজের খবর পাওয়া যায়নি। রবিবার দুপুর ২টার দিকে নগরীর পলাশপুরের মোহাম্মদপুর সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি দ্রুতগামী নৌযান বরিশাল নদী বন্দরে যাওয়ার পথে নদীতে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হয়। ঢেউয়ের তোড়ে হিজলাগামী যাত্রীবাহী একটি ট্রলারটি ডুবে যায়। আশপাশের বিভিন্ন ট্রলার দুর্ঘটনা কবলিত ট্রলার যাত্রীদের উদ্ধার করে। এছাড়া অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
বরিশাল নৌ পুলিশের ওসি হাসনাত জামান জানান, খবর পেয়ে নৌ পুলিশ দুর্ঘটনাস্থান পরিদর্শন করে। তবে কোনো হতাহত কিংবা নিখোঁজের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/আবু জাফর