রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকায় সাদিয়া আক্তার ইতি (২৭) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে কদমতলী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জেসমিন আক্তার জানান, দুপুরে থানায় এসে সাদিয়া আক্তার নামে এক নারী গলায় ফাঁস দিয়ে ঝুলছেন বলে জানান মেহেদী হাসান। পরে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বিকেলে মরদেহ ঢামেক মর্গে পাঠাই। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় মেহেদী হাসানকে আটক করা হয়েছে জানিয়ে এসআই জেসমিন আক্তার আরও বলেন, কয়েক মাস আগে সাদিয়া আক্তারের সাথে স্বামী নয়নের ছাড়াছাড়ি হয়। এরপর মেহেদী হাসানের সঙ্গে সাদিয়া একই বাসায় থাকতে শুরু করেন। মেহেদী ও সাদিয়ার বিয়ে হয়েছে কি না তা জানা যায়নি। মেহেদীকে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি প্রতিদিন/হিমেল