রাজধানীর দক্ষিণখানের কোটবাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। রবিবার দুপুরে চেকপোস্টে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। এসময় হামলা করে দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা। পরে এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণখানের কোটবাড়ি এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়েছিল পুলিশ। সেখানে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহ হওয়ায় তাদের থামানো হয়। এ সময় ওই দুই ব্যক্তির একজন পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে আশপাশে থাকা আরও কয়েকজন পুলিশের ওপর হামলায় অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান গণমাধ্যমকে বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওসিম ও দুই কনস্টেবল আহত হয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল