শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
রাজশাহীতে টিসিবির কার্ডে পণ্য পাবে আড়াই লাখ পরিবার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

পণ্য বিক্রির প্রক্রিয়ায় পরিবর্তন আনছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগের মতো যে কেউ লাইনে দাঁড়িয়ে কিনতে পারবেন না পণ্য। শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় ২ লাখ ৫০ হাজার পরিবার পাবে টিসিবির কার্ড। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনে ১ লাখ ৫ হাজার পরিবার পাবেন টিসিবির এই কার্ড। এই কার্ডের মাধ্যমে ডিলারদের থেকে টিসিবির দেওয়া পণ্য তুলতে পারবেন ভোক্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যারা প্রকৃতপক্ষে টিসিবির পণ্য পাওয়ার উপযোগী তাদের তালিকা করা হয়েছে। এই তালিকা জেলা ও উপজেলা পর্যায়ে করা হয়। রমজান মাস উপলক্ষে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। যারা প্রকৃতপক্ষে টিসিবি’র পণ্য পাওয়ার উপযোগী, তাদের ন্যায্যমূল্যে পণ্য নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ফ্যামেলি কার্ড দেওয়া হবে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন জানান, এটি একটি ভালো উদ্যোগ। ফলে জটিলতা থাকবে না। যারা প্রকৃতপক্ষে টিসিবির পণ্য পাওয়ার উপযোগী তারাই পাবেন। তার পরেও মনিটরিং দরকার।
রাজশাহী সিটি করপোরেশনের সচিব মশিউর রহমান জানান, রাসিকের ৩০টি ওয়ার্ডে কার্ড তৈরির কাজ সম্পন্ন হয়েছে। প্রথম অবস্থায় ৩০টি ওয়ার্ডের ৫৫ হাজার পরিবার এই সুবিধা পাবেন। কার্ডধারীরা আগামী ২০ মার্চ থেকে পণ্য তুলতে পারবেন। তিনি বলেন, ওয়ার্ডের ভোটারের ভিত্তিতে কার্ড করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ১ হাজার ৮৩৩টি করে কার্ড পাবে মানুষ।
টিসিবি রাজশাহীর অফিস প্রধান শাহিদুল ইসলাম জানান, ‘প্রথম পর্যায়ে কার্ডধারীরা দুই কেজি করে চিনি, মসুরের ডাল ও সয়াবিন তেল পাবেন। দ্বিতীয় পর্যায় রমজান মাসের আগেই ছোলা যোগ হবে। তাতে ভোক্তারা এই পণ্যগুলো কিনতে পারবেন।’
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর