ঢাকার রাস্তায় রিকশাচালকের কণ্ঠে ইংরেজি গান মুগ্ধ করেছে নেটিজেনদের। তানভীর নামের ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী মূলত রিকশাচালকের গানের ভিডিও ধারণ করেন। যা ফেসবুকে আপলোডের পর ভাইরাল হয়ে যায়।
বিষয়টি নিয়ে তানভীর গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েকজন মানুষ ব্রিটিশ কাউন্সিলের সামনে বসে ছিলো। হঠাৎ করেই একটা রিকশা এসে সেখানে থেমে যায়। তখন রিকশার চালক এসে গিটার চান, তারা দিয়েও দেয়। তার পরের ঘটনাটা তাদের বিস্মিত হবার। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবেই ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা হাজার হাজার মন্তব্যে তাদের বিস্ময় জানিয়েছেন। প্রকাশ করছেন মুগ্ধতা।
রিকশাচালকের মনসুরের গিটারে সুর তোলা গানটি ছিলো :
ইফ ইউ মিস দ্য ট্রেন আইঅ্যাম অন
ইউ উইল নো দ্যাট আইঅ্যাম গন
ইউ ক্যান হেয়ার দ্য হুইসেল ব্লো হান্ড্রেড মাইলস
এ হান্ড্রেড মাইলস, এ হান্ড্রেড মাইলস
এ হান্ড্রেড মাইলস, এ হান্ড্রেড মাইলস
ইউ ক্যান হেয়ার দ্য হুইসেল ব্লো হান্ড্রেড মাইলস, এ হান্ড্রেড মাইলস...
ভিডিও
বিডি-প্রতিদিন/শফিক