প্রতিষ্ঠার দুই যুগে পদার্পণ উপলক্ষে আনন্দঘন পরিবেশে রাজশাহীতে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ প্রতিদিন অত্যন্ত জনপ্রিয় এবং বহুল প্রচারিত একটি সংবাদপত্র। সিএনজি চালক এবং চা বিক্রেতা থেকে শুরু করে সকলের কাছে এই পত্রিকাটি সমানভাবে জনপ্রিয়। বাংলাদেশ প্রতিদিন দেশের বাংলাদেশ সরকারের উন্নয়ন খবরের প্রকাশের পাশাপাশি সরকারকে সর্তক করতে ভুলক্রটি যত্নসহকারে তুলে ধরে। এ সময় রাসিক মেয়র বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব হুমায়ুন কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, রাবি ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, রাবি লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল ওয়াদুদ, রাজশাহী নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক, নগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি, রেশম মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, ওয়েবের সভাপতি আনজুমান আরা পারভীনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিদের স্বাগত জানান রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নুর।
বিডি প্রতিদিন/আবু জাফর