বরিশালে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে দেশের সর্বাধিক প্রকাশিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে পদার্পণ উদযাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিমসহ বিশিষ্টজনরা।
এ সময় উপস্থিত ছিলেন ছোট্ট শিশু জুওয়াইরিয়া ফাইরুজ নম্রতা, বরিশালের শিক্ষক নেতা অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ুম, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ ও সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন।
আরও উপস্থিত ছিলেন বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেন, দিপ্ত টেলিভিশনের ব্যুরো প্রধান মতুর্জা জুয়েল ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক রাহাত খানসহ অন্যান্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃৃদ্ধি কামনা করেন। পত্রিকাটি শীর্ষস্থান অক্ষুণ্ন রেখে দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বিডি প্রতিদিন/এমআই