রংপুরে দেশের সর্বাধিক প্রচারিত পাঠকপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে প্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের নগরীর সুমি কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের প্রয়াত নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানসহ প্রয়াত অন্যান্য সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শিক্ষাবিদ শাহানারা বেগম। বিশেষ অতিথি ছিলেন রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মো. জুননুন, জুয়েলার্স সমিতি রংপুর বিভাগীয় সভাপতি এনামুল হক সোহেল, সামাজিক সংগঠন বাংলার চোখ’র চেয়ারম্যান তানরীব হোসেন আশরাফি।
বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ, সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের বিভাগীয় প্রধান মাহবুবুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, প্রেসক্লাবের সভাপতি মাহাবুব রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পি, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক আবু তালেব, চ্যানেল আই ও সমকালের স্টাফ রিপোর্টার মেরিনা লাভলি, দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান ওয়াদুদ আলী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের রংপুরের নিজস্ব প্রতিবেদক নজরুল মৃধা। এছাড়া টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি শাহনেওয়াজ জনি, সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বাজুস রংপুর শাখাসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনের শুভ কামনা করে ফুলেল শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/এমআই