রাজধানীর সূত্রাপুর থেকে ইকবাল হোসেন (৫২) নামে ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
অস্ত্র মামলায় ১৮ বছর পালিয়ে থাকার পর গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
ইকবাল হোসেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ডুলিহিটা গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, ২০০৪ সালে ইকবালের বিরুদ্ধে ময়মনসিংহে একটি অস্ত্র মামলা হয়। মামলার বাদী ছিল রাষ্ট্রপক্ষ। সেই বছর ওই মামলায় ইকবালকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। তখন এক বছর পাঁচ মাস কারাগারে থাকার পর জামিনে বের হন তিনি। এরপর সাজা এড়াতে গ্রামের বসতবাড়ি বিক্রি করে ১৮ বছর আত্মগোপনে ছিলেন ইকবাল হোসেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন