রাজধানীর উত্তরার নিজ বাসায় শামসুদ্দিন খান (৬৫) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৮০ নম্বর বাড়ির ৫ তলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরে নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। নিহত শামসুদ্দিন খান দুই ছেলে ও দুই মেয়ের বাবা।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস বলেন, ছুরিকাঘাতে শামসুদ্দিন নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এছাড়া বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ