বরিশালে এসএসসি-২০২১ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্র ফেডারেশন। বুধবার সকালে নগরীর ফকিরবাড়ি রোডে ছাত্র ফেডারেশন কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি মো. জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশীদ নিলু ও সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সমাজ সেবক নজরুল ইসলাম খান, জেলা ছাত্র ফেডারেশন সভাপতি সহ-সভাপতি হাসিব আহমেদ এবং আল আমিন শেখ।
অনুষ্ঠানে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর