রংপুর বিভাগের অনেক বিদ্যালয়ে ৩ মাসেও মাধ্যমিক পর্যায়ের সব বই পৌঁছায়নি। পহেলা জানুয়ারি থেকে বই বিতরণ শুরু হলেও নতুন বছর শুরু হওয়ার ৩ মাস হতে চললেও ষষ্ঠ থেকে দশম শ্রেণির অনেক শিক্ষার্থীই এখনও সব নতুন বইয়ের স্পর্শ পায়নি। এদিকে প্রাথমিক সব বই এসেছে এবং তা বিতরণ করা হচ্ছে এমনটাই দাবি করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে নীলফামারী ও গাইবান্ধা জেলায় অনেক শিক্ষার্থী সব বই পায়নি। বেশ কয়েকটি স্থানে একেকজন শিক্ষার্থী ১৪টি নতুন বইয়ের মধ্যে পেয়েছে একটি বই। ষষ্ঠ শ্রেণিতে পাঠ্য বিষয়গুলো হচ্ছে চারুপাঠ, আনন্দপাঠ (বাংলা দ্রুত পঠন), ইংলিশ ফর টুডে, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, গণিত, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, বিজ্ঞান, চারু ও কারুকলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষিশিক্ষা অথবা গার্হস্থ্য বিজ্ঞান, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। এসব বইয়ের বেশকটি বই শিক্ষার্থীদের হাতে এখনো পৌঁছেনি।
গাইবান্ধা- নীলফামারীসহ অন্যান্য জেলাগুলোতেও ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব বই এখনো আসেনি। বিভাগে ৩ হাজারে বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের ওপর। সরকারের সিদ্ধান্ত মোতাবেক পহেলা জানুয়ারি বই দেয়ার কথা থাকলেও এখনো অনেক শিক্ষার্থী সব বই পায়নি।
তবে মাধ্যমিক বিভাগীয় শিক্ষা কর্মকর্তা বলছেন বই আসছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছে আগামী কয়েকদিনের বই পৌঁছে যাবে। গত ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হলেও মাধ্যমিক পর্যায়ে সব বই না আসায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও হতাশ। তবে মাধ্যমিক শিক্ষা অফিস বলছে বই আসছে।
রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক আক্তারুজামান জানান, মাধ্যমিক পর্যায়ের বই এসেছে। দুই একটি বই এখনো আসেনি। যোগাযোগ ব্যবস্থার কারণে গাইবান্ধা ও নীলফামারীতে কয়েকটি বিদ্যালয়ে সব বই পাঠানো যায়নি। দুই একদিনের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর