সাভারে অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ। রোজার শুরু থেকেই সাভারে মানবতার ইফতার বাজার চালু করে বিনামূল্যে হতদরিদ্রদের ইফতার সামগ্রী দিচ্ছে সংগঠনটি। সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশে শনিবার সাভার সদর এলাকার ৩নং ওয়াড চাপাইন তালতলা সামনে ৩ শতাধিক দুস্থ মানুষের হাতে খাবার তুলে দেন ছাত্রলীগের নেতারা। সহায়তা নিতে আসা সত্তরোর্ধ্ব শহর ভানু বলেন, এলাকায় জনপ্রতিনিধিদের কাছে ঘুরে ঘুরে কোনো ত্রাণ পাইনি। নাতির বয়সী ছেলেরা আজ আমাকে ১০ দিনের খাবার দিয়েছে। খাদ্য সহায়তা পেয়ে মর্জিনা খাতুন নামে অসহায় আরেক নারী বলেন, 'দোয়া করি, এ পোলাপানগো যাতে আল্লাহ দেহে।'
সাভার সদর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মানবতার ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল