রাজধানীর মতিঝিল থেকে গাঁজাসহ তিন জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- পারভেজ মিয়া, মো. লিটন মিয়া ওরফে মনা ও মো. রবিন হোসেন ওরফে নাদিম। শনিবার (২৩ এপ্রিল) গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানার ফকিরাপুলের ইনার সার্কুলার রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ পারভেজ, লিটন ও রবিনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ