আগামী ২৬ এপ্রিল বরিশাল বিভাগে ৩ হাজার ২১০টি এবং জেলায় ৪শ ৫২টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ঘরগুলো নির্মাণ সম্পন্ন হয়েছে।
বিবার দুপুর পৌনে ১টায় বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক এই তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান বলেন, আগের তুলনায় আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। এ কারণে প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে ঘর দিচ্ছেন। বরিশাল বিভাগে তৃতীয় পর্যায়ে ৩ হাজার ২১০টি ঘর প্রদান করা হবে ২৬ এপ্রিল। ২ শতাংশ জমির উপর দুই কক্ষ বিশিস্ট এই ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। এবার অন্যদের পাশাপাশি বরগুনার খাজুরতলা আশ্রয়ন প্রকল্পে তৃতীয় লিঙ্গের ২২ জন ব্যক্তিকে এবং বেদেসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ঘর দেয়া হচ্ছে।
জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার বলেন, ২৬ এপ্রিল সারা দেশে ২৬ হাজার ৪২৬টি ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে বরিশাল জেলায় দেয়া হচ্ছে ৪৫২টি ঘর। এবার ছিন্নমূলসহ দলিত সম্প্রদায়ের বিভিন্ন মানুষের মাঝে ঘর প্রদান করা হচ্ছে। ঘর গুলো দেখভাল এবং যত্ন করবেন ব্যবহারকারীরাই। এছাড়া বরিশাল বিভাগের পটুয়াখালীতে ১ হাজার ৫৬টি, ভোলায় ৭শ ১টি, পিরোজপুরে ২শ ২৮টি, বরগুনায় ৩শ ৭৮টি এবং ঝালকাঠিতে দেয়া হবে ৩শ ৯৫ টি ঘর।
এর আগে প্রথম ও দ্বিতীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪ হাজার ৬শ ৬৭টি ঘর দেয়া হয়েছে বলিশাল বিভাগের ৬ জেলায়।
বিডি প্রতিদিন/এএ