বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণ এই দুঃশাসনকে আর মেনে নিতে পারছে না। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু সরকার দমন নিপীড়ন চালিয়ে ক্ষমতা জবরদখল করে রেখেছে। তাই জনগণের দল হিসেবে বিএনপি দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে আন্দোলন করে যাচ্ছে।’
রবিবার ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ঈদ উপহার ও শুভেচ্ছা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, ‘হামলা-মামলা, গুম-খুনের শিকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতি বছরের মতো এবারও ঈদ উপহার দিচ্ছেন।’
ময়মনসিংহ বিভাগে এ কার্যক্রমের উদ্বোধনী দিনে প্রয়াত আবদুর রশিদের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়। তার দুই ছেলে আলমগীর হোসেন আলম ও আজহারুল ইসলাম পরিবারের পক্ষে ঈদ উপহার গ্রহণ করেন।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ‘আওয়ামী সরকার তাদের অগণতান্ত্রিক, গণবিরোধী কার্যকলাপ নির্বিঘ্নে পরিচালনা করতে গুম, খুন, হামলা, মামলাসহ দমন নিপীড়ন চালাচ্ছে। দুঃশাসনবিরোধী আন্দোলনে যারা নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি চিরদিন তাদের অবদানের কথা স্মরণ করবে। ক্ষতিগ্রস্ত পরিবারের সুখে-দুঃখে তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা চালাবে।’
এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক, সাবেক ছাত্রনেতা করিম সরকার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ