ঈদে রাজধানী থেকে বরিশাল নদী বন্দরে পৌঁছা যাত্রীদের নগরীর দুই বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। আগামী ২৭ এপ্রিল থেকে এই বাস সার্ভিস শুরু হবে। রবিবার বিকেলে নগরীর বরিশাল ক্লাবের হলরুমে আয়োজিত ঈদ ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় এই ঘোষণা দেন মেয়র সাদিক।
মেয়র বলেন, ঈদের মৌসুমে ঢাকা থেকে বরিশাল নদী বন্দরে লঞ্চগুলো পৌঁছে মধ্যরাতের পর। ওই সময় বরিশাল বিভাগের ৬ জেলার বাসিন্দাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে নানা বিড়ম্বনায় পড়তে হয়। একসাথে অনেকগুলো যাত্রীবাহি লঞ্চ নদী বন্দরে নোঙ্গর করায় যাত্রীদের চাপ সৃষ্টি হয়। এর ফলে নদী বন্দর থেকে নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল সহ স্বল্প দূরত্বে যেতে সিএনজি, অটোরিক্সা, রিক্সা সংকটে পড়েন যাত্রীরা। বিপদে পড়েন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। এই সমস্যার সমাধানে যাত্রীদের স্বাচ্ছন্দে গন্তব্যে যেতে নদী বন্দর থেকে দুই বাস টার্মিনাল পর্যন্ত ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন মেয়র।
মেয়র আরও বলেন, বরিশাল নদী বন্দর থেকে আগামী ২৭ এপ্রিল মধ্য রাতে শুরু হবে ফ্রি বাস সার্ভিস। পর্যাপ্ত সংখ্যক বাস এই সার্ভিসে রাখা হয়েছে। সভায় ঈদের সময়ে নৌ দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মেয়র।
সমন্বয় সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহিন, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বিআইডবিøউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, লঞ্চ মালিক সমিতি কেন্দ্রিয় সহসভাপতি সাইদুর রহমান রিন্টু এবং পরিচালক রিয়াজুল কবির ও মঞ্জুরুল আহসান ফেরদৌস সহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল