ডেমরা থানা বিএনপির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ডেমরার সারুলিয়া হাজীনগরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও ঢাকা-০৫ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব নবীউল্লাহ নবী।
তিনি বলেন, আজকের এই সুন্দর আয়োজনের জন্য ডেমরা থানা বিএনপিকে ধন্যবাদ। পবিত্র রমজানে আমাদের চাওয়া থাকবে গণমানুষ ও দেশের মঙ্গল কামনা করা।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আব্দুল হাই পল্লব, ডেমরা থানা বিএনপি নেতা সেলিম রেজা, মো. আনিসুজ্জামানসহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ। বক্তব্য শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুসল্লীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা নবীউল্লাহ নবীসহ উপস্থিত নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক