বরিশালে ঈদকে সামনে রেখে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে নিলু-মনু ট্রাস্ট। ট্রাস্টের পক্ষে দাতা সদস্য মাহমুদা বেগ মনু সোমবার সকাল ১১টায় নগরীর কাউনিয়া মনসা বাড়ি রোডের নিলু-মনু ট্রাস্ট কার্যালয়ে এই সহায়তা বিতরন করা হয়।
এ সময় ট্রাস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল হক নিলু, হিরন কুমার দাস মিঠু, মোজাম্মেল হক ফিরোজ ও কবি জামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নগরীর বিভিন্ন স্থানের ৫০ জন অসহায়-দুস্থ মানুষের মাঝে আর্থিক অর্থ সহায়তা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ