মামলা নেওয়ার শর্তে গভীর রাতে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রত্যাহার করেছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পরিচ্ছন্ন কর্মীরা। রবিবার রাত ১১টার দিকে পুলিশ কমিশনারের মামলা নেওয়ার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন তারা।
বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বিসিসি’র সড়ক পরিদর্শক রাজিব হোসেনের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ কমিশনার যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর রাত ১১টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে কর্মকর্তা-কর্মচারীরা।
মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা জানান, একপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, নগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, একজন কাউন্সিলরকে হেনস্থার চেষ্টা করায় তিনিও আইনগত পদক্ষেপ নেবেন।
বিসিসি’র রোড ইন্সপেক্টরকে মারধরের অভিযোগে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের কার্যালয়ের সামনে রবিবার বিকেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিসিসি’র কর্মচারীরা। এর পাল্টা হিসেবে ওয়ার্ড কাউন্সিলর বিপ্লবের সমর্থকরাও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পুলিশের হস্তক্ষেপে ওইদিন ইফতারির আগে অবরোধ তুলে নেয় উভয়পক্ষ।
কর্মচারীকে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ইফতারির পর বিসিসি’র কর্মচারীরা ফের কাউন্সিলর কার্যালয়ের সামনে অবরোধ করে। রাত ১১টার দিকে পুলিশের মামলা নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
বিডি প্রতিদিন/এমআই