জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া বলেছেন, জাতীয় পার্টির চিন্তা ভাবনা একটাই কিভাবে মানুষের সেবা করা যায়। জাতীয় পার্টি এমন একটি শক্তি যা দেশে প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে পারে। জাতীয় পার্টিতে যে শক্তি আছে তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। সততা, নিষ্ঠা ও সুশাসনের প্রতীক হিসেবে আজও জনগণের হৃদয়ে জাতীয় পার্টির স্থান রয়েছে। আপনাদের বলছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন। জাতীয় পার্টিকে শক্তিশালী করুন।
তিনি সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বাড্ডা-ভাটারা ও রামপুরা থানা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও দফতর সম্পাদক নাফিজ মাহবুবের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কর্নেল (অব.) শাহজাহান সিরাজ, কর্নেল (অব.) হাবিবুল হাসান, মেজর (অব.) সিকদার আনিসুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন