গত ১ যুগে নানা কারণে নিখোঁজ ও হত্যার শিকার নেতাকর্মীদের বাসায় আর্থিক সহয়তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। ওই সহায়তা পৌঁছে দেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারগুলোকে ঈদ সামগ্রী দিয়েছে বরিশাল জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার বেলা ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্তরে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করা হয়। এ সময় প্রতিপক্ষের হাতে নিহত উজিরপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম চুন্নুর পরিবারের জন্য তার ভাই সোলায়মানের হাতে আর্থিক সহয়তা বাবদ নগদ ৩ হাজার টাকা এবং স্থানীয় যুবদলের উদ্যোগে তাদের পরিবারকে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। একইভাবে নিখোঁজ ছাত্রদল নেতা কালু ও মিরাজের পরিবারকেও আর্থিক সহায়তা এবং যুবদলের উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এ সময় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সহসভাপতি সালাউদ্দিন নাহিদ ও কবির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আসলাম উদ্দিন বাচ্চু, সহসাধারণ সম্পাদক নুরুল আলম কয়েস এবং উজিরপুর উপজেরা যুবদলের আহবায়ক শামসুদ্দোহা আজাদসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ