ঘুমন্ত অবস্থায় বিছানায় আগুন ধরে দগ্ধ হয়েছিলেন নারায়ণগঞ্জ জেলার সাবেক যুবদল নেতা আবু সুফিয়ান দিপু। তাৎক্ষণিক তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার দিবাগত রাত আড়াইটায় দিপু ইন্তেকাল করেছে। মৃত আবু সুফিয়ান দিপু ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার বোরহান উদ্দিনের ছেলে।
চিকিৎসকের বরাত দিয়ে পরিবারের লোকজন জানান, দিপুর হাতের কিছু অংশ ছাড়া শরীরের অন্য কোনো স্থান দগ্ধ হয়নি। যখন আগুন লেগেছিল, তখন পুরো ঘর বিছানার তোশক পোড়া ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। আর সেই ধোঁয়া দিপুর নাকে-মুখে প্রবেশ করে পেটের গভীর পর্যন্ত গেছে। এতে দিপুর শ্বাসনালীর মারাত্মক ক্ষতি হয়। আর এ থেকেই দিপুর মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছে।
দিপুর বাবা বোরহান উদ্দিন জানান, ১৭ এপ্রিল দিপু ও তার ছোট বোনকে রেখে ঢাকায় বড় মেয়ের বাসায় ছিলাম আমরা স্বামী-স্ত্রী। ওইদিন রাত ২টায় বাড়ির ভাড়াটিয়ারা ফোন করে জানায় দিপুর ঘরে আগুন লেগেছে। স্থানীয় লোকজন তাকে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে গিয়ে দেখি আগুনে একটি হাতের সামান্য অংশ পুড়েছে। কিন্তু বিছানার পোড়া ধোঁয়ায় শ্বাসনালীর অনেক ক্ষতি হয়েছে বলে চিকিৎসকরা জানালেন। বললেন, আগুনে নয় ধোঁয়ায় দিপুর শ্বাসনালীর অনেক ক্ষতি হয়েছে। তাকে আইসিউতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আগুনটি ঘুমন্ত অবস্থায় বিছানায় লেগেছে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আগুনে ঘরের খাট বিছানার তোশক ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে। এলাকাবাসী ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়েছে।
ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল জানান, দিপু যুবদলের সাবেক নেতা। পদ সর্ম্পকে জানা নেই। তবে তিনি দলীয় কার্যক্রমে অনেক তৎপর ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, হাসপাতাল থেকে পরিবারের লোকজন দাফনের জন্য মৃতদেহ নিয়ে গেছে। এটি একটি দুঃখজনক ঘটনা।
বিডি প্রতিদিন/এমআই