২৭ জুন, ২০২২ ২১:৪০

সরকারি ইনজেকশন বাইরে বিক্রির চেষ্টার অভিযোগে ঢামেকের ফার্মাসিস্ট আটক

অনলাইন ডেস্ক

সরকারি ইনজেকশন বাইরে বিক্রির চেষ্টার অভিযোগে ঢামেকের ফার্মাসিস্ট আটক

ইসমাইল হোসেন

সরকারি ইনজেকশন বাইরে বিক্রির চেষ্টার অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক ফার্মাসিস্টকে আটক করেছে র‌্যাব-৩ এর সদস্যরা।

সোমবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ফার্মাসিস্ট’র নাম ইসমাইল হোসেন (৩৪)। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সরকারি (বিক্রয় নিষিদ্ধ) ১৯৫ পিস ইনজেকশন (নেলবান) হাসপাতালে বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে বিক্রি করা হবে। পরে ইসমাইল হোসেন নামে এক ফার্মাসিস্টকে ইনজেকশনসহ হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার বাদী হয়ে একটি মামলা করবেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক সংবাদমাধ্যমকে বলেন, হাসপাতালের যে কর্মচারীরা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আমরা বারবার সতর্ক করেছি। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব সহকারে নেননি। আমার বিশ্বাস, ইসমাইলকে আটকের ঘটনায় এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িতরা সতর্ক হবেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর