৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স ৩ বছরে রূপান্তরের সরকারী ঘোষণার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর আলেকান্দা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটক থেকে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী মোঃ বায়েজিদ, সিভিল বিভাগের রাশেদুল ইসলাম, পাওয়ার বিভাগের সাব্বির হোসেন ও মো. রাফি।
বক্তারা গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষামন্ত্রী ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৩ বছরে রূপান্তরের ঘোষণার প্রতিবাদ জানান। একই সাথে তারা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বহাল রাখার দাবী জানান।
বিডি প্রতিদিন/এএ