রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিকী হাবু হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে মামলাটি করেছেন।
আজ বুধবার দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি বলেন, ‘হত্যা মামলায় ফাহিমসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’
ওসি আরও জানান, ‘হাবুর মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে ময়নাতদন্ত করা হবে।’
গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী ফারুক সড়কে একটি কাঁচামালের দোকানে বসা অবস্থায় ফাহিমসহ বেশ কয়েকজন হাবুকে ছুরিকাঘাতে করে। পরে ঢামেক হাসপাতালে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবু।
নিহত হাবু যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিটের (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ঘটনা সম্পর্কে তৎক্ষণিক পুলিশ জানিয়েছে, বিদ্যুতের লাইন নেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/নাজমুল