কুমিল্লায় গাড়ির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) একেএম মনজুরুল হক আকন্দ। তিনি জানান, চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। বিস্তারিত পরে বলতে পারবো।
বিডি প্রতিদিন/আরাফাত