রাজধানীতে রমনা থানা ছাত্রলীগ ও পল্টন থানা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
রবিবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে একটি খাবারের দোকানের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, তিন দিন আগে রমনা থানা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলামের অনুসারীরা বিকট আওয়াজ করে বেইলি রোডে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ ঘটনার প্রতিবাদ করেন ছাত্রলীগ শান্তিনগর ওয়ার্ডের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। তখন দুই পক্ষের মধ্যে এক দফা মারামারি হয়।
আগের ওই ঘটনার মীমাংসার জন্য রবিবার রাতে শান্তিনগর ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মীদের ডাকা হয়। পরে তাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে জানান শান্তিনগর ওয়ার্ডের একজন কর্মী। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানান তিনি।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিজেদের মধ্যে পুরনো ঝামেলার জেরে রমনা ও পল্টন থানা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম