রংপুর জেলায় কর্মরত অসচ্ছল, দুর্ঘটনায় আহত এবং করোনাকালীন ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়।
রংপুরে কর্মরত মৃত সাংবাদিক উৎস রহমানের মা মোছা. নুরজাহান বেগমের হাতে ১ লাখ ৫০ হাজার টাকার চেক ও গুরুতর অসুস্থ সাংবাদিক রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকারের পরিবারের হাতে ২ লাখ টাকার চেক প্রদান করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন বাপ্পী, সাংবাদিক সিদ্দিকুর রহমান, সাংবাদিক জুয়েল রহমানসহ অন্যান্য সাংবাদিক।
বিডি প্রতিদিন/এমআই