রাজশাহীতে পুলিশের দায়ের করা ১৪৪ ধারা ভঙ্গের মামলায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবীর হোসেনসহ ১২৭ আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রায় দেন। ২৪ বছর আগে ১৯৯৮ সালে এ মামলাটি হয়। এতে সাবেক এমপি ও মন্ত্রীসহ মোট ১২৭ জন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হলেও অনেকের মৃত্যুর কারণে শেষে পুলিশ ৪৬ জনকে আসামি করে চার্জশিট দেন।
এদিন রায়ের সময় আদালতে হাজির ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি’র সদস্য কামরুজ্জামান আলম ও আমিনুল হক মিন্টু।
বিডি প্রতিদিন/আবু জাফর