বরিশালে দু’টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সিভিল সার্জন কার্যালয় এবং সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ।
অভিযানের শুরুতে নগরীর বাংলাবাজার এলাকায় বৈধ লাইসেন্স না থাকা এবং সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় দু’টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ড. মো. হুমায়ুন শাহিন খান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন