গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার। শোকার্ত আগস্ট উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গৃহীত কর্মসূচির অংশ আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, কলা ও মানবিক অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক, বিভিন্ন বিভাগে সদ্য যোগদানকৃত শিক্ষকমন্ডলী, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য সকলকে সাথে নিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে উপাচার্য সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর