নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দারা কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ সময় ধৃতদের কাছ থেকে প্রায় ১৫ ইঞ্চি লম্বা ৩টি ধারালো ছোরা ও একটি লাঠি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত সাড় ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ধৃতরা হলো- আরিফ (১৭), মজিদুল (১৭), সোহাগ (১৪), রবিন (১৫), আরিফ (১৬), শাহীন (১৯) ও রাব্বি (১৭), সোহান (১৮)।
এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু বলেন, ধৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ