রাজধানীর অভ্যন্তরীণ বাসে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ই-টিকিটিং ব্যবস্থা। প্রথমে পাঁচটি কোম্পানির বাসে এ ব্যবস্থা চালু হবে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে গতকাল বৃহস্পতিবার ই-টিকিটিং সহযোগী প্রতিষ্ঠান যাত্রী সার্ভিসেস লিমিটেডের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহর উদ্যোগে ই-টিকিট ব্যবস্থা চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, এটি চালু হলে যাত্রীরা বাসের ভেতরে টাকা দিয়ে কন্ডাক্টরের কাছে থাকা মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের গায়ে যাত্রার বিবরণ থেকে টাকার পরিমাণ সবই উল্লেখ থাকবে। এতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না।
প্রাথমিকভাবে এই প্রকল্পে প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, অছিম পরিবহন, নূর-ই মক্কা পরিবহন ও বসুমতির বাসে ই-টিকিট সুবিধা চালু হবে।
পরীক্ষামূলকভাবে এ পাঁচটি পরিবহন কোম্পানির লোকাল বাসে ২০ সেপ্টেম্বর থেকে ই-টিকিট ব্যবস্থা চালু হচ্ছে। পর্যায়ক্রমে সব বাসে এ ব্যবস্থা চালু করা হবে।
বিডি-প্রতিদিন/জুনাইদ আহমেদ