রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় পড়ে গিয়ে বাবুল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজা রুবেল হোসেন জানান, তাদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার বোয়ালকাঠি গ্রামে। বাবুলের বাবার নাম মৃত বসির হাওলাদার। বর্তমানে শেওড়াপাড়ায় ওই ভবনটি দেখাশোনার দায়িত্বে ছিলেন, থাকতেন সেখানেই।
সকালে তারা খবর পেয়েছেন নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে মোটর দিয়ে পানি দেওয়ার সময় সেখান থেকে পিছলে পড়ে যান বাবুল। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই