বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার আন্দোলন রক্তাক্ত করে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী রক্তে রঞ্জিত করে নিজেদের পতন ডেকে আনছে। রক্তচক্ষু দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুক্কুর মাহমুদ ববির সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার শোচনীয় পতন ও পরাজয়ের ভয়ে গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার, মানবাধিকার ও জনগণকে বন্দী করে রেখেছে। এই বন্দীশালা ভেঙে বাংলাদেশকে মুক্ত করার লড়াই শুরু হয়েছে। রাজপথেই এর ফয়সালা হবে।
এমরান সালেহ প্রশাসনের প্রতি সরকারের পেটুয়া বাহিনীতে পরিণত না হবার এবং গণতন্ত্র, মানবাধিকারে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে। আশা করি প্রশাসন জনগণের বিরুদ্ধে বন্দুক তুলবে না।
প্রতিবাদ সমাবেশ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন