দেশে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। কোন এলাকায় কখন লোডশেডিং, তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকাও প্রকাশ করে আসছে।
আজ রবিবার বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। এদিন কোন এলাকায় লোডশেডিং হবে, এর সূচি দিয়েছে ডেসকো, নেসকো এবং ওজোপাডিকো।
তবে বিগত বেশ কয়েকদিন ধরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় কোনো লোডশেডিং নেই। আজও ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং রাখা হয়নি। অর্থাৎ ডিপিডিসির গ্রাহকরা আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে আশ্বাস দিয়েছে বিতরণ সংস্থাটি।
গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিপিডিসি।
বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই মুহূর্তে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য মাঝেমধ্যে গ্রাহকদের ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ