বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট বরিশাল সদর উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। মাওলানা মো. আবুল খায়েরকে সভাপতি এবং মাওলানা মো. রিয়াজ হাওলাদারকে সাধারণ সম্পাদক করে রবিবার ২১ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
সকাল ১১টায় নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের ইবতেদায়ী মাদ্রাসা অডিটরিয়ামে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট বরিশাল সদর উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ বশির উল্লাহ আতাহারী।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা মো. আবুল খায়েরকে সভাপতি এবং মাওলানা মো. রিয়াজ হাওলাদারকে সাধারন সম্পাদক করে ২১ সদস্যের এই কমিটি অনুমোদন দেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল