রাজশাহীতে ব্লাড ব্যাংকের ফ্রিজে মাছ ও মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার সংরক্ষণ এবং মূল্য তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাসুম আলী এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে দুপুরে নগরীর লক্ষ্মীপুর ও উপশহর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিউ সেফ ব্লাড ব্যাংকে ওষুধ রাখার ফ্রিজে মাছ ও ল্যাব মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার পাওয়া যায়। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরীর উপশহরের মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর