আগামী ২৪ সেপ্টেম্বর (শনিবার) রাজধানী ঢাকার হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২২। এতে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার যাবতীয় তথ্য থাকবে। দিনব্যাপী এই এডুকেশন এক্সপোর আয়োজন করেছে উইজডম এডুকেশন।
আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো আগামী ২৪ সেপ্টেম্বর বনানীর ৫ তারকা হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা যেকোনো সময় প্রবেশ ও বের হতে পারবেন।
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটিতে বিনামূল্যে অংশগ্রহণ ও অস্ট্রেলিয়ান টপ র্যাংকেড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এ ছাড়া আগামী সেশনের (২০২৩) জন্য এক্সপো-তে সরাসরি স্কলারশিপসহ স্পট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সুযোগও থাকছে। পাশাপাশি থাকছে IELTS রেজিস্ট্রেশন ফি এর উপর শতভাগ ক্যাশব্যাক অফার এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা ইউএসবাংলা রিটার্ন টিকেট।
অস্ট্রেলিয়ান বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সঠিক বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নেয়ার ক্ষেত্রে এবং দ্রুততম সময়ে অফার লেটার প্রাপ্তিতেও উইজডম এডুকেশন বিনা সার্ভিস চার্জে সহায়তা করবে শিক্ষার্থীদের। অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২২ এ অংশগ্রহণের জন্য প্রি-রেজিস্ট্রেশন আবশ্যক। রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে : https://event.thewisdombd.com/ event-registration/
বিডি প্রতিদিন/আবু জাফর