জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র (মালেক রতন-গোফরান) অংশের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এমএ গোফরান।
রবিবার রাজধানীর বারিধারায় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন তিনি।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেছেন, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সব নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে। যারা পল্লীবন্ধুকে ছেড়ে অন্য দলের নমিনেশনের জন্য লাইন ধরেছিলেন, তাদের মুখে আমাদের সমালোচনা মানায় না।
এ সময় উপস্থিত ছিলেন এসএমএম আলম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কাজী মামুনুর রশীদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        