রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আসলাম হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সোয়া একটায় মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার নাম পরিচয় জানা গেছে। তিনি ইম্পেরিয়াল আইডিয়াল স্কুলের কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন। থাকতেন সাদ্দাম মার্কেটে এলাকাতে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ